খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্ণামেন্টে ফুরংনিসাল ক্লাব চ্যাম্পিয়ন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্ণামেন্টে ফুরংনিসাল ক্লাব চ্যাম্পিয়ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সেনাবাহিনী আয়োজিত জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে খাগড়াছড়ি জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পার্বত্য ফুটবল একাডেমীকে বনাম ফুরংনিসাল ক্লাব মুখোমুখি হয়।

নির্ধারিত ৯০ মিনিটে গোল শুন্য থাকায় অতিরিক্ত আধ ঘন্টায় সময়ে পার্বত্য ফুটবল একাডেমীকে এক শুন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফুরংনিসাল ক্লাব।

রৌদ বৃষ্টি উপেক্ষা করে শতাধিক দর্শক খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি, প্রাইজ মানি সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম।

এসময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাগড়াছড়ি জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ৮ টি দল নিয়ে গত ১৬ মে শুরু হয় জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২।