ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় উপজাতি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ - Southeast Asia Journal

ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় উপজাতি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় এক উপজাতির লাশ উদ্ধার করেছেন রাউজান থানা পুলিশ।

৩০ এপ্রিল মঙ্গলবার ভোর ৬ টায় সময় রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানের সময় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান-কাউখালী সীমান্তে যানবাহন তাল্লাসীকালে এই লাশ উদ্ধার করা হয়। এসময় ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলমকেও আটক করে পুলিশ।

উদ্ধারকৃত লাশটি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাপমারা গ্রামের মৃত সুইচা অং মারমার পুত্র থোয়াই চিং মং মারমা(৩৬)।

২ সন্তানের জনক থোয়াই চিং মং একজন পরিবহন শ্রমিক বলে জানা গেছে।

ট্রাক চালকের বরাত দিয়ে পুলিশ জানায়, কাউখালীর তারাবুনিয়ার সুগার মিল এলাকায় একটি ইটভাটায় একটি ট্রাক ( চট্ট মেট্রো ট-০৫-০৫৫৮) হতে জ্বালানি কাঠ খালাস করে ট্রাকের পেছনের ঢালাটির হুক লাগানোর সময় ছুটে গিয়ে সেই ট্রাকের শ্রমিক থোয়াই চিং মং মারমার মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এবিষয়ে রাউজান থানার এস.আই নুর নবী জানান, থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ৩০ এপ্রিল ভোর ছয়টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের পূর্ব সীমান্তে চেকপোস্টে কাউখালী হতে আসা একটি ট্রাককে দাঁড়ানো সংকেত দিলে ট্রাকটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করে ট্রাকটি আটক করে। এই সময় ট্রাকের ভেতর পলিথিন মোড়ানো লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি থানায় নিয়ে এসে কাউখালী থানার পুলিশের সহযোগিতায় লাশের পরিচয় নিশ্চিত করা হয়। এঘটনায় কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

You may have missed