শীতের তীব্রতায় মানবিক উষ্ণতা: রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

শীতের তীব্রতায় মানবিক উষ্ণতা: রাঙামাটিতে শীতবস্ত্র নিয়ে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

শীতের তীব্রতায় মানবিক উষ্ণতা: রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শীতার্ত এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে জেলার বিভিন্ন এতিম ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাঙামাটি শহরের উত্তর ফরেস্ট কলোনি এলাকা ও বনরূপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

শীতের তীব্রতায় মানবিক উষ্ণতা: রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

এসব বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত।

এসময় জোন অধিনায়ক বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর মানবিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের অংশ। দেশের যে কোনো প্রান্তে অসহায় মানুষের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

শীতের তীব্রতায় মানবিক উষ্ণতা: রাঙামাটিতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মো. রমজান উদ্দিন ও মাওলানা ইমাম উদ্দিন। আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে ও মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শীতকালে এতিম ও দরিদ্র শিশুদের সহায়তা করা সমাজের সকলের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অসহায় মানুষের মনে আস্থা ও সাহস জোগাচ্ছে।

শীতের তীব্রতায় মানবিক উষ্ণতা: রাঙামাটিতে শীতবস্ত্র নিয়ে এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

এদিকে সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা ভূয়সী প্রশংসা করেছেন এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অংশগ্রহণ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *