সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশেষ করে সামরিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সেনাপ্রধান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিককে তাঁর দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশার কথাও আলোচনায় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার ভিত্তিকে আরও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।