কাপ্তাইয়ে নৌ স্কাউটসের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

কাপ্তাইয়ে নৌ স্কাউটসের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

কাপ্তাইয়ে নৌ স্কাউটসের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে জেলা নৌ স্কাউটসের আয়োজনে তিন দিনব্যাপী ১৮৬তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্স–২০২৫-এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের অধিনায়ক এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটসের কমিশনার কমডোর আমানত উল্লাহ।

এ সময় তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফল হতে সহায়তা করবে এবং তাদের মেধা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কাপ্তাই জেলা নৌ স্কাউটসের জেলা সচিব কমান্ডার আলিফ উল্লাহ। এছাড়া নৌ আঞ্চলিক স্কাউটসের উপ-কমিশনার (প্রোগ্রাম) এম জাহাঙ্গীর আলম, ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্সের কোর্স লিডার এএলটি লিটন চন্দ্র দে এবং পারদর্শিতা ব্যাজ কোর্সের কোর্স লিডার মীর জিল্লুর রহমান (উডব্যাজার)সহ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীরা মনোমুগ্ধকর গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে তাদের সৃজনশীলতা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া এই দুই প্রশিক্ষণ কোর্সে মোট ৮১ জন স্কাউট প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম কিশোর-তরুণদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *