দুর্গম পাহাড়ে অগ্নিদগ্ধ ২ শিশুর পাশে দাঁড়াল সেনাবাহিনী, চিকিৎসা নিশ্চিত হল সামরিক হাসপাতালে

দুর্গম পাহাড়ে অগ্নিদগ্ধ ২ শিশুর পাশে দাঁড়াল সেনাবাহিনী, চিকিৎসা নিশ্চিত হল সামরিক হাসপাতালে

দুর্গম পাহাড়ে অগ্নিদগ্ধ ২ শিশুর পাশে দাঁড়াল সেনাবাহিনী, চিকিৎসা নিশ্চিত হল সামরিক হাসপাতালে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের সমতল থেকে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।

এরই ধারাবাহিকতায় থানচি উপজেলার জারুলছড়ি পাড়ার দুর্গম এলাকায় বসবাসরত মুরং সম্প্রদায়ের দুই শিশু অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে দ্রুত চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে সেনাবাহিনী।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোর নেতৃত্বে মেনয়া ম্রোর ছোট বোন পাওঙি ম্রো (৫) ও ভাতিজা তর্ম ম্রো (৫)—এই দুই অগ্নিদগ্ধ শিশুকে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের সার্বিক সহায়তায় অ্যাম্বুলেন্সযোগে বান্দরবানের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এমডিএস, সামরিক হাসপাতালে আনা হয়।

দুর্গম পাহাড়ে অগ্নিদগ্ধ ২ শিশুর পাশে দাঁড়াল সেনাবাহিনী, চিকিৎসা নিশ্চিত হল সামরিক হাসপাতালে

বর্তমানে বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক সহযোগিতায় সামরিক হাসপাতালে তাদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় অগ্নিদগ্ধ দুই শিশুর চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স, বান্দরবান-এর অধিনায়ক মোহাম্মদ সরফরাজ হায়দার। প

রিদর্শনকালে তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রিজিয়নের স্টাফ অফিসার মেজর পারভেজ রহমান এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স’র মেজর শাহরীন জাহান।

সেনাবাহিনীর পক্ষ থেকে অগ্নিদগ্ধ দুই শিশুর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনরক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের দ্রুত ও মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে আস্থা ও কৃতজ্ঞতার সৃষ্টি করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *