রাঙামাটির কাপ্তাইয়ে হেডম্যান-কারবারীদের সাথে বিজিবির মতবিনিমিয় - Southeast Asia Journal

রাঙামাটির কাপ্তাইয়ে হেডম্যান-কারবারীদের সাথে বিজিবির মতবিনিমিয়

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে স্থানীয় হেডম্যান- কারবারীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ এর কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)

রবিবার বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ এর সভাপতিত্বে হেডম্যান-কারবারীদের সাথে এই বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৫ জন স্থানীয় হেডম্যান এবং ১৭ জন কার্বারী উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এবং স্টাফ অফিসারসহ অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক হেডম্যান ও কার্বারীদের নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য অনুরোধ জানান।