রামগড়ে বিজিবির আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ - Southeast Asia Journal

রামগড়ে বিজিবির আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অর্থায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ আগস্ট) দুপুরে রামগড় ব্যাটালিয়ন মহিলা কল্যাণ সমিতির প্রশিক্ষণ হল রুমে ৪৩ বিজিবি সদস্য নায়েক আকবর হোসেন সঞ্চালনায় অতিরিক্ত জোন অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষাণার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন উপশাখা সীপকস, রামগড় ব্যাটালিয়ন এর কোষাধ্যক্ষ মাহাবুবুন নাহার।

এসময় বিজিবির পদস্থ কর্মকর্তা ছাড়াও, প্রশিক্ষক হেলাল উদ্দিন, ডলিপ্রু মারমা, প্রশিক্ষণার্থী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলদিয়ে বরন করে নেন প্রশিক্ষণার্থী শোয়েব হাসান নিরব, মো.নাঈম, জাহেদা আক্তার প্রিয়া, জারিন শায়না সকাল।

পরে সেলাই-হস্তশিল্প- কম্পিউটার প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের মাঝে সনদপত্র ও ক্লাসটেষ্টে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিদ্বয়।

ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মনিরুজ্জামান জানান, এ অঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা প্রদানে ৪৩ বিজিবি কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।