ভারত সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী-লেহেঙ্গা, গরু ও মাদক
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা, চট্টগ্রাম জেলার ভূজপুর ও রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, লেহেঙ্গা, অবৈধ ভাবে সীমান্ত পার করে নিয়ে আসা ভারতীয় গরু ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ (১লা সেপ্টেম্বর) দুপুর আনুমানিকদেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লক্ষিছড়া বিওপিতে কর্মরত একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার অন্তর্গত লক্ষিছড়া বিওপির পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩ লক্ষ ৮৫ হাজার ৬শত টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী এবং ২ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা জব্দ করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য-৬ লক্ষ ৫৭ হাজার ৬শত টাকা।
এর আগে, একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগান বাজার বিওপিতে কর্মরত একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বাগান বাজার বিওপির ফেনী নদীরকুল, যোতীরচর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২ টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়, যার সর্বমোট সিজার মূল্য ৮৫ হাজার টাকা।
এছাড়া, গতকাল ৩১ আগস্ট আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত কাশিবাড়ী বিওপির মন্দিরঘাট নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ১২ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়, যার সিজার মূল্য ১৮ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও লেহেঙ্গা এবং জব্দকৃত ভারতীয় গরু সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এছাড়া আরেক অভিযানে জব্দৃকত ভারতীয় মদ রামগড় থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ ও অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
