রামগড় বিজিবির অভিযানে অবৈধ কাঠ, ভারতীয় মদ ও ইয়াবা জব্দ - Southeast Asia Journal

রামগড় বিজিবির অভিযানে অবৈধ কাঠ, ভারতীয় মদ ও ইয়াবা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড় ও চট্টগ্রাম জেলার ভূজপুরে পৃথক অভিযান চালিয়ে অবৈধ কাঠ, ভারতীয় মদ ও ইয়াবা জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি জানায়, আজ দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এ কর্মরত একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ব্যাটালিয়ন সদরের প্রধান ফটক নামক স্থান হতে মালিকবিহীন ৩৬.৮৩ ঘনফুট সেগুন রদ্দা কাঠ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১০ হাজার ৪৯০টাকা।

এদিকে, গতকাল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ হেয়াকো বিওপিতে কর্মরত একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত হেয়াকো বিওপির ইসলামপুর নামক স্থান হতে মালিকবিহীন ৩৬ বোতল ভারতীয় মদ ও ৫৫ পিস ভারতীয় ইয়াবা জব্দ করতে সক্ষম হয়, যার সিজার মূল্য সিজার মূল্য যার সর্বমোট সিজার মূল্য ৭০ হাজার ৫০০টাকা।

বিজিবি সূত্র জানিয়েছে, জব্দকৃত সেগুন রদ্দা কাঠ রামগড় বনবিটে জমা করা হয়েছে এবং ভারতীয় মদ ও ইয়াবা ভূজপুর থানায় জিডি করার পর রবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও মাদক-চোরাচালানসহ বনজ সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।