ইয়েমেনে আল কায়েদার হামলায় ২৭ জন নিহত - Southeast Asia Journal

ইয়েমেনে আল কায়েদার হামলায় ২৭ জন নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ওপর আল কায়েদার হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা। বাকি ছয় জন আল কায়েদার ইয়েমেন শাখার সদস্য।

এই বিচ্ছিন্নতাবাদীরা অবশ্য ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের সঙ্গে জোটবদ্ধ নয়।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) ইয়েমেনের তরফে এই হামলা চালানো হয়। দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে সংযুক্ত আরব আমিরাতের প্রশিক্ষিত সিকিউরিটি বেল্ট নামক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ওপর এই হামলা চালায় তারা।