রামগড়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ - Southeast Asia Journal

রামগড়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ ভাবে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ শাড়ী জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রামগড় পৌরসভার বল্টুরামটিলা এলাকা হতে এসব শাড়ী উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপির একটি টহল দল কর্তৃক রামগড় বিওপির বল্টুরামটিলা নামক স্থান হতে মালিকিবহীন প্রায় দশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দৃকত শাড়ী সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে।