পুনরায় আরএসএস নিষিদ্ধের দাবি তুললেন কংগ্রেস সভাপতি

পুনরায় আরএসএস নিষিদ্ধের দাবি তুললেন কংগ্রেস সভাপতি

পুনরায় আরএসএস নিষিদ্ধের দাবি তুললেন কংগ্রেস সভাপতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) নিষিদ্ধ করা উচিত বলে আবারও দাবি করেছেন ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের আরএসএসের কার্যক্রমে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন সরদার বল্লভভাই প্যাটেল। গত বছর বিজেপি সরকার তুলে নিয়েছে সেই নিষেধাজ্ঞা। সেটি পুনরায় চালু করা উচিত।

আরএসএসের আদর্শকে ‘বিষের’ সঙ্গেও তুলনা করেন তিনি। শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, ‘আমার ব্যক্তিগত মত হলো আরএসএসকে দেশে নিষিদ্ধ করা উচিত। এর মতাদর্শ হলো বিষের মতো।’

খাড়গে বলেন, ‘সরদার প্যাটেল সরকারি কর্মচারীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামীর কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করেছিলেন, যা ২০২৪ সালের ৯ জুলাই তারিখে মোদি সরকার তুলে নিয়েছে।’

সরদার প্যাটেল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। স্বাধীনতার পর তিনি দেশকে একীভূত করেছিলেন। আজ তার জন্মবার্ষিকী রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হচ্ছে।

খাড়গে আরও উল্লেখ করেছেন, সরদার প্যাটেল এক চিঠিতে উল্লেখ করেছিলেন যে আরএসএস মহাত্মা গান্ধীর মৃত্যু উদযাপন করেছিল এবং মিষ্টি বিতরণ করেছিল, যা ১৯৪৮ সালে সেই সংগঠনকে নিষিদ্ধ করার যৌক্তিকতা দেয় বলে জানান তিনি।

তিনি বলেন, ‘সরদার প্যাটেল দেশকে একত্র করেছিলেন। জওহরলাল নেহরুর বিশ্বাস ছিল প্যাটেলের অবদান অতুলনীয়। ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারি প্যাটেলের চিঠিতে বলা হয়েছে, গান্ধীর মৃত্যু উদযাপন করে মিষ্টি বিতরণ করেছিল আরএসএস। এরপর সরকারের আর অন্য কোনো বিকল্প ছিল না।’

খাড়গে আরও বলেন, আরএসএস ও হিন্দু মহাসভার মতাদর্শ দেশের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করেছিল, যা গান্ধীর হত্যার পেছনে দায়ী। এই অভিযোগের জবাবে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপি মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা বলেছেন, ‘কংগ্রেস ৫০ বছরেরও বেশি সময় ধরে প্যাটেলের অবদানকে উপেক্ষা করেছে। তারা কখনোই প্যাটেলের পদক্ষেপ অনুসরণ করেনি, এখন আরএসএসকে আক্রমণ করার জন্য তাঁর নাম ব্যবহার করছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং আদালতও নিশ্চিত করেছে যে, সরকারি কর্মচারীরা এতে অংশগ্রহণ করতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *