মায়ানমারের মান্দালয়ে আবারো বিমান দুর্ঘটনা - Southeast Asia Journal

মায়ানমারের মান্দালয়ে আবারো বিমান দুর্ঘটনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

মায়ানমারের মান্দালয় বিমানবন্দরে আবারও বিমান দূর্ঘটনার খবর পাওয়া গেছে।

রোববার দেশটির মান্দালয় বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে মিয়ানমার এয়ারলাইন্সের একটি বিমান। ল্যান্ডিংয়ের সময় সামনের চাকা না খোলায় মুখ থুবড়ে পড়লেও বিমানটিতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৮২ জন যাত্রী নিয়ে ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসে ব্রাজিলের তৈরি এমব্রেয়ার ১৯০-এলআর উড়োজাহাজটি রানওয়ে স্পর্শ করার সময় এর সামনের চাকাগুলো আটকেই ছিল। শুধু পেছনের চাকায় ভর করে মুখ থুবড়ে পড়ে সেটি। এসময় রানওয়ের সঙ্গে ঘঁষা লেগে আগুনের ফুলকি উঠতে দেখা যায়। বেশ কিছু দূর এগিয়ে শেষ পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই থেমে যায় উড়োজাহাজটি।

মান্দালয় আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, ল্যান্ডিংয়ের আগেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে যান্ত্রিক গোলযোগের কথা জানিয়েছিলেল।

মিয়ানমার এয়ারলাইন্স তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটির যন্ত্র নির্দেশক ও ক্রু সতর্কতা ব্যবস্থায় (ইআইসিএএস) সামনের ল্যান্ডিং গিয়ারের গোলযোগ ধরা পড়েছিল। চাকাগুলো খুলতে পাইলট ইমারজেন্সি ব্যাকআপের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এসময় কন্ট্রোল টাওয়ারের পাশে উড়োজাহাজটি দু’বার চক্কর দেয়। উড়োজাহাজের ওজন কমাতে জ্বালানি তেল ফেলে দেন ক্যাপ্টেন। পরে সকাল ৯.০৯টায় মাটিতে নেমে আসে সেটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক যাত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজ থেকে জরুরি পথে যাত্রীরা নেমে আসছেন। তাদের মধ্যে কাউকেই গুরুতর আহত মনে হয়নি।

দুর্ঘটনার পর অন্তত আড়াই ঘণ্টা বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। পরে কয়েকটি ছোট উড়োজাহাজ চলাচল করলেও সন্ধ্যা থেকে আবার পুরোদমে বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।