পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পঞ্চগড় সদর উপজেলায় গতকাল রবিবার ৬০ জন দরিদ্র ও শীতার্ত ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আয়োজনে সদর উপজেলার দ্বারিকামারী ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক।

অনুষ্ঠানে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা যায়।

মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনী এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, পঞ্চগড় একটি শীতপ্রবণ জেলা হওয়ায় শীত মৌসুমে দরিদ্র মানুষের ভোগান্তি তুলনামূলক বেশি হয়। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ছোট উপহার দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের চেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগ ও শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed