নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, সেবা পেলেন ১৫৩ জন
![]()
নিউজ ডেস্ক
সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। ব্যাটালিয়নের অধীনস্থ তীরেরডিভা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পেইনে পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালি মিলিয়ে মোট ১৫৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এর মধ্যে পুরুষ ৫০ জন, মহিলা ৪৫ জন, শিশু ৩০ জন এবং পাহাড়ি জনগোষ্ঠীর ২৮ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বিজিবি সূত্র জানায়, ক্যাম্পেইনের আওতায় রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাপ্টেন মুক্তাদিরুল ইসলাম-এর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের একটি মেডিকেল টিম এই সেবা কার্যক্রম পরিচালনা করে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে বিজিবি। স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।