রমজান উপলক্ষ্যে রোহিঙ্গাদের জন্য সৌদি বাদশাহ সালমানের উপহার - Southeast Asia Journal

রমজান উপলক্ষ্যে রোহিঙ্গাদের জন্য সৌদি বাদশাহ সালমানের উপহার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

সৌদি আরবের বাদশা সালমানের পক্ষ হতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রায় ৩০ হাজার বাংলাদেশী স্থানীয় জনগোষ্টি এবং রোহিঙ্গা পরিবারকে বিশেষ শুভেচ্ছা উপহার ‘ত্রাণ সামগ্রী’ বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে উখিয়ার কুতুপালং ১ ও ২ নং ক্যাম্পের সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ বিতরণের মধ্যদিয়ে প্রথমদিনের কার্যক্রম শেষ হয়।

“কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার” এর ব্যানারে ত্রাণগুলো বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাহাদ আল হারবি।

এসময় “কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার” এর পদস্থ কর্মকর্তা তুর্কি আল গামিদি, নসরুদ্দীন বাকীর ও মুহাম্মদ আহমদ জান্নাতিসহ রিলিফ সেন্টারের পদস্থ কর্মকর্তা ও কক্সবাজারের দায়িত্বশীল ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

“কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার” এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রথম ধাপে তারা ১৪ হাজার ৭০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণগুলো বিতরণ শুরু করেছেন। পরে স্থানীয় বাসিন্দাদেরও এসব উপহার সামগ্রী বিতরণ করা হবে। যা আগামীতেও অব্যাহত থাকবে।