বান্দরবানে তল্লাশি চালিয়ে ১১ জন রোহিঙ্গা আটক
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানের তল্লাশি চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজরের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান পৌর শহর ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১০ দিন আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি ইউনিয়নের একটি বাগানে দৈনিক ৪০০ টাকা বিনিময়ে মজুরিতে কাজ করেন ১১ রোহিঙ্গা। বিকেলে কাজ শেষ করে তারা একটি ট্রাকে যোগে কেরানীহাট এলাকায় যাওয়ার পথে তল্লাশি চালিয়ে কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় আটক করে পুলিশ। তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে বান্দরবানের বিভিন্ন বাগানে কাজ করত।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদে ভিত্তিতে তল্লাশি চালিয়ে পৌর এলাকার বড়ুয়ার টেক নামক এলাকা থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন আছে।
