বর্ণাঢ্য আয়োজনে রামগড়ে জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু
![]()
নিউজ ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য নিয়ে খাগড়াছড়ির রামগড়ে শুরু হয়েছে জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট-২২। দুপুরে রামগড় উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি শুরু হয়।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত, রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ, রামগড় পৌর সভার মেয়র মোঃ রফিকুল আলম কালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য বক্তিবর্গ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকসেবী-ব্যবসায়ী, চোরাকারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলমত নির্বিশেষে পার্বত্য অঞ্চলসহ সীমান্ত এলাকায় শান্তির জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। রামগড়ের মানুষ শান্তির পক্ষে, তাই চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। এছাড়া খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে মন্তব্য করে তিনি বলেন, এ অঞ্চলে মাদকের করাল গ্রাস থেকে বাঁচতে বেশী বেশী করে বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।

উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে “বি গ্রুপে” রামগড় হাইস্কুল মাঠে ইসলামপুর যুব তরুন সংঘ এবং রামগড় বাজার একাদশ অংশগ্রহণ করে। ইসলামপুর যুব তরুন সংঘ ২-১ গোলে জয়লাভ করে এদিন।
এছাড়া, “এ গ্রুপে” মাস্টারপাড়া স্টেডিয়াম মাঠে সোনাইপুল একাদশ এবং ধুলিয়াছড়ি হাজারী ক্লাব অংশগ্রহণ করে, ধুলিয়াছড়ি হাজারী ক্লাব ১-০ গোলে জয়লাভ করে। “সি গ্রুপে” হেয়াকো ডিগ্রী কলেজ মাঠে আধারমানিক হলুদিয়া সৈনিকপাড়া শাপলা সংঘ এবং লারং ক্লাব ফুটবল একাদশ অংশগ্রহণ করে, যা ২-২ গোলে সমতা হয়। “ডি গ্রুপে” হলুদিয়া মাঠে বলিপাড়া স্পেটিং ক্লাব এবং রাইজিং ষ্টার কমপাড়া একাদশ অংশগ্রহণ করে, রাইজিং ষ্টার কমপাড়া একাদশ ২-০ গোলে জয়লাভ করে।