চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৪৩ বিজিবি - Southeast Asia Journal

চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৪৩ বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দক্ষিন-পূর্ব রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২২ এর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগীতার চূড়ান্ত পর্বের খেলা সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ২৭ বিজিবি (মারিশ্যা জোন) অ্যাথলেটিকস মাঠে শেষ হয়।

May be an image of 7 people and text that says '/ খেলাধূলা অনুশীলনই একটি খেলায় পৌছাতে পরাজয় বড় အ 2022.10.31.09:57'

প্রতিযোগীতায় খাগড়াছড়ি সেক্টর এর তত্ত্বাবধানে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)’র আয়োজনে, বিজিবি চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি, রাঙামাটি ও গুইমারা সেক্টরের ১৩টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে।

No description available.

এতে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এছাড়া ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হয় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

May be an image of 5 people, people standing and outdoors

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রামগড় বিজিবির সিপাহী সবুজ মিঞা ও নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবুছড়া ৭ বিজিবির সিপাহী অপু বিশ্বাস। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন জাতীয় ক্রিড়া বোর্ড ও ফেডারেশনের মোহাম্মদ কিতাব আলী ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বনি আমিন।

No description available.

প্রতিযোগিতা শেষে বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী উপস্থিত থেকে বিজয়ী-বিজিত দল ও খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।

এ সময় প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়া রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ও ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।