বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বাড়লো - Southeast Asia Journal

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বাড়লো

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে ৫ম দফায় ফের বাড়িয়েছে তিন উপজেলায় পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা।
এবার আলীকদম উপজেলাকে বাদ দিয়ে রুমা, রোয়াংছড়ি, ও থানচিসহ তিন উপজেলায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আগামী ১২ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। চলতি মাসে ৮ নভেম্বর পর্যন্ত ভ্রমণের নিষেধাজ্ঞা বলবত ছিল।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, ‘সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ৮ নভেম্বর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি, এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।’
প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড়ের যৌথ অভিযানকে কেন্দ্র করে প্রথম দফায় গত ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরও দুই উপজেলা যুক্ত করে থানছি ও আলিকদমের ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) লুৎফুর রহমান। তৃতীয় দফায় রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমসহ চারটি উপজেলাকে ৪ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
উল্লেখ্য, ৪র্থ দফায় ৪টি উপজেলার রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম নিষেধাজ্ঞা থাকলেও ৫ম দফায় আলীকদমকে বাদ দিয়ে তিনটি উপজেলা রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।