৬৫০ পরিবারকে চিকিৎসা ও মানবিক সহায়তা সেনাবাহিনীর
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৬৫০টি পরিবারের মাঝে চিকিৎসাসেবা, বাজারপণ্যসহ মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্য অঞ্চলে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন মঙ্গলবার এ কর্মকাণ্ড পরিচালনা করেছে।
সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে স্থানীয় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ৩০০টি পরিবারকে ১০ টাকার সুপারশপ থেকে ব্যাগ ভর্তি বাজার এবং ৫০টি পরিবারকে সম্প্রীতি বিপনীর মাধ্যমে বিভিন্ন পণ্যসহ সর্বমোট ৬৫০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও উদ্বাস্ত পুনর্বাসন টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা। এছাড়াও এ অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি ও গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি কর্তৃক ১০ টাকার সুপারশপ উদ্বোধন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান পরিদর্শন এবং গুইমারা বাজার সংলগ্ন ব্রীজের পশ্চিম-দক্ষিণ দিকে অবস্থিত সম্প্রীতি বিপনী উদ্বোধন করেন, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
        
                        
                                    
                
	            