খাগড়াছড়িতে মৈত্রী বৌদ্ধ বিহারাধক্ষ্য'র মহাপ্রয়াণে পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে মৈত্রী বৌদ্ধ বিহারাধক্ষ্য’র মহাপ্রয়াণে পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারাধক্ষ্য শ্রীমৎ ধীরানন্দ মহাস্থবিরের মহাপ্রয়াণে পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে মৈত্রী বৌদ্ধ বিহারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মীয় গুরু, দায়ক-দায়িকা ও ভক্তরা অংশ নেয়।

অনুষ্ঠানে ধর্মীয় নানা রীতিনীতির মধ্য দিয়ে এ ধর্মীয় গুরুকে পেটিকাবদ্ধ করা হয়। এর আগে ধীরানন্দ মহাস্থবিরের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীররতা পালন করে উপস্থিত সকলে।

বিভিন্ন বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরু ছাড়াও এতে বক্তব্য রাখেন পারদর্শী বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, জীতেন বড়ুয়াসহ বিভিন্ন সংগঠনসহ বৌদ্ধ ধর্মীয়রা।