সারাদেশের চেয়ে পাহাড়কে বেশী গুরুত্ব দিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী
![]()
নিউজ ডেস্কঃ
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার সারাদেশের চেয়ে পাহাড়কে বেশী গুরুত্ব দিচ্ছে, পার্বত্য চট্টগ্রামে সামগ্রীক উন্নয়ন ও এই অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর মান উন্নয়নের সরকার বহুমূখী পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্গম পার্বত্য এলাকায় নতুন বিদ্যালয় স্থাপন এবং সংস্কারের মাধ্যমে বিশ হাজারের শিশুর লেখা পড়ার সুযোগ সৃস্টি হয়েছে। পাহাড়ের প্রতিটি শিশুকে সুশিক্ষিত করে তুলতে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
“শিক্ষার জন্য আলো, সোলার চালিত মাল্টিমিডিয়া ক্লাস রুম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বান্দরবানে বিদুৎবিহীন ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার মাল্টিমিডিয়ার সেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বান্দরবানের অরুণ সারকী টাউন হলে শিক্ষা মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও এটুআই এর আয়োজনে সোলার মাল্টিমিডিয়া বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্ল ‘র সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সচিব সোহারাব হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে (অতিরিক্ত সচিব) মেসবাহুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদারসহ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ, সরকারী কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুল নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, লামা হারগাজা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, আলীকদম সনে মেরিন চর পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, থানচি রেমাক্রী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, রোয়াংছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ও রুমা কানন রেসিডেন্সিয়াল নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৭ টি বিদুৎবিহীন শিক্ষা প্রতিষ্ঠানকে সোলার মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।