অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে রাঙামাটিতে পিবিসিপির মানববন্ধন - Southeast Asia Journal

অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে রাঙামাটিতে পিবিসিপির মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

পার্বত্য অঞ্চল হতে অনতিবিলম্বে উপজাতি সন্ত্রাসীদের প্রতিহত এবং পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের আয়োজনে, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: জাহাঙ্গীর এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আব্দুলাহ আল মোমেন সহ অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন আয়োজকরা।