রাতের আঁধারে বান্দরবানে অস্ত্রধারী সন্ত্রাসী কতৃক অপহরন আ.লীগ নেতাকে অপহরণ
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবানের সাবেক পৌর কাউন্সিলর ও বান্দরবান পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি থোয়াইচমং মারমা (৫০)কে রাতের আঁধারে অপহরণ করেছে উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসীরা।
বুধবার (২২ মে) রাত ৯ টার দিকে সদর উপজেলার ২নং কোহালং ইউনিয়নের ৬ নং উজিমুখ পাড়া থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় রাত ১০ টায় বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা।
বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ বলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানু পৌরসভার সাবেক কাউন্সিলর থোয়াইচমং কে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে খবর পেয়ে আমরা বান্দরবান শহরের মুক্তমঞ্চে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, বান্দরবান সদর থানা পুলিশের একটি টিম সেনাবাহিনীসহ যৌথ অভিযানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। অভিযানের পরে বিস্তারিত জানানো হবে।
এ দিকে এ ঘটনার প্রতিবাদে কাল সকাল ১১ টায় আওয়ামীলীগ নেতারা জেলা শহরে সমাবেশের ডাক দিয়েছে।