আঃলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ - Southeast Asia Journal

আঃলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

গত রাত ৯ টায় অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসী কর্তৃক অপহরণকৃত নেতা থোয়াইচ মং এর মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র ইসলাম বেবীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গন থেকে একটি মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান সহ আরো অনেকে ।

বক্তব্যে আওয়ামীলীগ নেত্রীবৃন্দ বলেন, শান্তিপূর্ন বান্দরবানকে অশান্ত করতে হত্যাকান্ড ও অপহরন চালাচ্ছে সন্তু লারমার নেতৃত্বাধীন উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী জেএসএস। বান্দরবানকে ধ্বংস করে সন্ত্রাসের রাজত্ব বানাতেই তারা এই কর্মকান্ড শুরু করেছে । আগামী ১২ ঘন্টার মধ্য আওয়ামীলীগ নেতা থোয়াইচ মং মারমাকে মুক্তি না দিলে কঠোর ভাবে মাঠে নামবে বলে হুশিয়ারি দেন আওয়ামী সংগঠনগুলো ।

এ বিষয়ে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, পুলিশ ও সেনাবাহিনী কাল রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে আশা করছি খুব দ্রুত থোয়াইচ মং মারমাকে উদ্ধার করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।