পাহাড়ি ঢলে ভেসে গেছে নির্মানাধীন ব্রীজের সেন্টারিং ও নির্মান সামগ্রী, জনমনে সংশয়
 
                 
নিউজ ডেস্কঃ
টানা বৃষ্টিতে প্রবল পাহাড়ি ঢলে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর উপর নির্মানাধীন ব্রীজের সেন্টারিং ও নির্মান সামগ্রী ভেসে গেছে বলে খবর পাওয়া গেছে।
দুপুর থেকে চলা মুষলধারে বৃষ্টির কারনে সৃষ্ট প্রবল পাহাড়ি ঢলের চাপ সহ্য করতে না পেরে গতরাত আনুমানিক ৮.৩০ মিনিটে ঠিকাদারি প্রতিষ্ঠান জাকির এন্টারপ্রাইজ কতৃক নির্মানাধীন বিকট শব্দে লোহার ভারী অস্থায়ী স্থাপনাগুলো ধসে পড়ে। এসময় ২য় কাচালং সেতুর মূল পিলারের উপর গার্ডার নির্মানের জন্য বানানো লোহার সেন্টারিং এর যন্ত্রাংশসহ বেশ কিছু নির্মান সামগ্রী ভেসে যায়। কাজ আপাতত বন্ধ থাকায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সেতুটির নির্মান শ্রমিকেরা।
ধারনা করা হচ্ছে এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থাপনাটি ধসে পড়ার সময় এর নিচে কিংবা আশেপাশে কোনো নৌকা বা লোকজন না থাকায় বড় কোনো হতাহত হওয়ার ঘটনাও ঘটেনি।
শুরু থেকেই ধীর গতিতে চলা ব্রিজের কাজ ইতপূর্বে নির্মানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কয়েক দফায় বন্ধ হওয়ার কারনে বর্ষার আগে ব্রিজের মূল গার্ডার নির্মান করতে পারেনি ঠিকাদারী এ প্রতিষ্ঠানটি। যার ফলে আগে থেকেই আশংকা করা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল ব্রিজের নির্মান কাজ।
এদিকে এঘটনায় সাধারণ জনগনের মাঝে যথা সময়ে ব্রিজটির কাজ শেষ করতে পারা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসতিয়াক আহামেদ বলেন, কাঁচালং নদীর ওপর নির্মানাধীন ব্রীজটি ভেঙ্গে যাবার কারনে বাঘাইছড়িবাসী বেশ চিন্তিত হয়ে পড়েছেন। ব্রীজটি যথাশীঘ্র সম্ভব পুনঃনির্মান করার জন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
