হরতালের সমর্থনে বান্দরবান শহরে মিছিল
 
                 
নিউজ ডেস্কঃ
বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যার প্রতিবাদে আওয়ামীলীগের ঢাকা রবিবার অর্ধ-দিবস হরতালের সমর্থনে বান্দরবান শহরে মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ও মেয়র ইসলাম বেবী, যু্গ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে জেলা আওয়ামীলীগের জরুরী সভায় হরতালের সিদ্ধান্ত গৃহীত হয় জানিয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি ও পাজেপ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেছেন, চথোয়াই মংকে হত্যার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত বান্দরবানে অর্ধ-দিবস হরতাল পালন করা হবে।
এর আগে গত বুধবার রাতে উজি হেডম্যান পাড়া থেকে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণের পর আজ দুপুরে সদর উপজেলার কুহালং ইউনিয়নের শিলক খালের পাশের পাহাড় থেকে চথোয়াই মং এর লাশ উদ্ধার করে।
