দীর্ঘ প্রতিক্ষার পর চন্দ্রঘোনা সেতুর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
![]()
নিউজ ডেস্কঃ
চন্দ্রঘোনা, রাজস্থলী, কাপ্তাই, রাঙ্গুনিয়া, বান্দরবান ও রাঙ্গামাটির মানুষের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সড়ক ও জনপথ বিভাগ থেকে অনুমোদন পেল কাংখিত চন্দ্রঘোনা সেতুর নির্মাণ কাজ।
বৃহস্পতিবার সড়ক ও জনপথ বিভাগের যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের এক বৈঠকে প্রধানমন্ত্রী সেতুটির অনুমোদন দেন। ওই সময় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন দ্রুত নির্মাণ কাজ চালু হওয়ার অপেক্ষায় এলাকাবাসী।
স্থানীয়রা বলছেন, সেতুটি নির্মিত হলে কক্সবাজারের বাস ও পর্যটনবাহী গাড়ি এই সেতুটি দিয়ে সহজে যেতে পারবে। সেতুটি পুরো পার্বত্য চট্টগ্রামের পর্যটক খাতকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
এছাড়া চন্দ্রঘোনা ফেরিঘাট সেতুটি অনুমোদন ও নির্মাণে নিরলস ভূমিকা পালন করায় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসন থেকে সংসদ সদস্য দীপংকর তালুকদারের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
রাঙ্গামাটি টু বান্দরবান সড়কের এক বাস চালক বলেন, ‘রাঙ্গামাটি থেকে বান্দরবান যেতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা এখন সেতুটি নির্মাণ হলে ২ঘন্টায় যাওয়া যাবে বান্দরবানে। এক দিকে বাঁচল সময় অন্য দিকে বেঁচে গেল পরিশ্রম। আর ফেরির দুর্ভোগ যন্ত্রণা কমে গেল। সব কিছু মিলিয়ে আমরা সবাই আনন্দিত। সরকারের এই মহান উদ্যোগকে স্বাগত জানাই।’