পাহাড়ে শান্তি ফেরাতে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি
 
                 
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামে রক্তপাত, হানাহানি, চাঁদাবাজি বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে পাহাড় হতে প্রত্যাহারকৃত সেনাক্যাম্পগুলো পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে।
পাহাড়ে সম্প্রীতি বিনষ্টকারী সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক রাজবিলা এলাকায় থাইংখালিতে সেনাক্যাম্প স্থাপন ও বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ওরআওয়ামীলীগ নেতা চাথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানান বক্তারা।

পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি মো: মিজানুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু তালেব।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে ছাত্রনেতা মোঃ রেজাউল করিম, আব্দুল্লাহ আল মামুন, শফিকুর রহমানসহ নির্যাতিত বাঙ্গালীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সম্প্রতি পাহাড়ে গুম, খুন ও অপহরণ মহামারী আকার ধারন করেছে। এই হত্যাকাণ্ড নিরসনে অবিলম্বে প্রত্যাহারকৃত সেনাক্যাম্পগুলো আবারো স্থাপন করতে হবে। এছাড়ড়া সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
