স্থানীয় আওয়ামীলীগের ডাকে বান্দরবানে চলছে অর্ধ-দিবস হরতাল - Southeast Asia Journal

স্থানীয় আওয়ামীলীগের ডাকে বান্দরবানে চলছে অর্ধ-দিবস হরতাল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় আওয়ামীলীগের ডাকে জেলাজুড়ে অর্ধ-দিবস হরতাল চলছে।

হরতালের কারণে সকাল থেকে দূর পাল্লার কোন গাড়ি জেলা থেকে ছেড়ে যায়নি। জেলা শহরের অধিকাংশ দোকানপাটও রয়েছে বন্ধ। সকাল থেকেই আওয়ামীলীগ কর্মীরা জেলা সদরের বিভিন্ন সড়কে অবস্থান নিলেও এখনো কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২২মে বুধবার রাতে জেলা সদরের উজি হেডম্যানপাড়ার খামার বাড়ি থেকে চথোয়াই মং মারমাকে অপহরণের ৭২ ঘন্টা পর গতকাল দুপুরে দূরের পাহাড় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।