শান্তিপূর্ণভাবে বান্দরবানে অর্ধদিবস হরতাল পালিত
 
                 
নিউজ ডেস্কঃ
পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক কমিশনার চথোয়াই মং মার্মার হত্যার প্রতিবাদে রোববার সকাল ৬ টা হতে আধাবেলা হরতাল পালন করেছে বান্দরবান জেলা ও পৌরসভার আওয়ামীলীগের সংগঠনের নেতা-কর্মীরা।
রবিবার সকালে বান্দরবান জেলা শহর থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ থাকে বান্দরবান – রাংগামাটি -কক্সবাজার – চট্রগ্রাম সহ বান্দরবানের অভ্যন্তরীণ সব উপজেলার সড়ক পথ।
এদিকে দূর পালার বাস ছেড়ে না যাওয়াতে সমস্যায় পড়েছেন পর্যটক সহ সাধারণ মানুষ। কয়েকজনের পর্যটকের সাথে কথা বলে জানা যায়, তারা বান্দরবান বেড়াতে এসে হরতালের কারনে ভোগান্তিতে পড়েছেন।
এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালকে কেন্দ্র করে বান্দরবান শহরের গুরুপ্তপূর্ন এলাকাতে মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিকে সকাল থেকে আওয়ামীলীগের নেতা কর্মীদের শহরের গুরুপ্তপূর্ন পয়েন্টে পিকেটিং করতে দেখা গেছে।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক ইসলাম বেবি জানান, যারা এ অপরহণ ও হত্যার সাথে জড়িত এবং যারা বান্দরবানে শান্তি সম্প্রতি নষ্ট করেছে তাদের কে আইনের আওতাই এনে কঠোর শাস্তির দাবি এ নেতার।
বান্দরবান জেলা আওয়ামীলীগের ঘোষিত হরতালের অংশ হিসেবে মংব্রাচিং মার্মার নেত্বীতে আধাবেলা হরতাল পালন করা হতে দেখা যায় আলিকদম উপজেলায়। শান্তি পূর্ণভাবে হরতাল পালন করা হলেও এতে ভোগান্তিতে পড়েন সাধারন মানুষ। আলিকদম উপজেলায় বিভিন্ন স্হানে নেতা কর্মীদের শান্তিপুর্নভাবে হরতাল পালন করতে দেখা গেছে।
সকালে থেকে আলিকদম বাস র্টামিনাল ও রেপার পাড়ী বাজারের লামা আলিকদম পয়েন্ট আওয়ামীলীগের নেতা কর্মীরা অবস্থান করেন, এসময় সেখানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। তবে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন স্হানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা আলিকদম থানার অফিসার ইর্নচার্জ (ওসি) রফিক উল্লাহ।
এ ছাড়াও শেষ খবর পাওয়া পর্যন্ত বান্দরবানের লামা, আলিকদম, থানছি, রুমা, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়িতে শান্তি পূর্নভাবে আধাবেলা হরতাল পালিত হয়েছে।
