নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে নিহত ১
 
                 
নিউজ ডেস্কঃ
কক্সবাজার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বন্য হাতির আক্রমণে মাছাউ মার্মা (৫২) নামে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাছাউ মার্মা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা মৃত হ্লারী মার্মার পুত্র। নিহত মাছাউ মার্মা ৪ সন্তানের জনক।
খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম খাইরুল আলম রবিন ঘটনাস্থল থেকে নিহত মাছাউ মার্মার লাশ উদ্ধার করে পুলিশ ফাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মাছাউ মার্মার লাশ উদ্ধার করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। যেহেতু বন্য হাতির আক্রমনে শিকার হয়ে মৃত্যুবরণ করেন। সেহেতু আত্বীয়-স্বজনের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।
