৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩ - Southeast Asia Journal

৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এসময় তিন মাদক কারবারিকেও আটক করে তারা।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার আবদুল হাবিবের ছেলে মো. তারেক (২০), মৃত আক্তার কামালের ছেলে মো. শাহজাহান (৩০) ও আলী আকবরের ছেলে সৈয়দ হোসেন (৩০)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে অভিযান চালায় র‌্যাব। সেসময় হোয়াইক্যং এলাকা থেকে তিন জনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত অটোরিকশা তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দায় স্বীকার করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।