৬ হাজার পিস ইয়াবা মামলায় রোহিঙ্গা নারীর যাবজ্জীবন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোসাম্মৎ নুর তাজ (৩২) নামে এক রোহিঙ্গা নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। একই রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
দন্ডপ্রাপ্ত নুর তাজ কক্সবাজারের উখিয়া থানার ১৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রিসের স্ত্রী। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন বলে জানান তিনি।