বান্দরবানে ৫৭ বিজিবি’র অভিযানে ৯০ বিদেশি গরু আটক
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে আবারো ৯০টি বিদেশি গরু আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৫৭ (বিজিবি) সদস্যরা।
গত (১২ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ৯০টি বিদেশী গরু আটক করা হয়, আটককৃত গরু গুলোর আনুমানিক মূল্য ১ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা।
আটককৃত গবাদি পশুগুলো ৫৭ বিজিবি’র ব্যাটালিয়ন সদরে নিয়ে আইনী কার্যক্রম পরিচালনা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আলীকদমে অবৈধ বিদেশী গরু চোরাচালান রোধে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, আলীকদমে কৃষকদের ঘাম ঝরানো কষ্টের গড়া ফসল ও স্থানীয় খামাড়িদের বাঁচাতে এই পদক্ষেপ জরুরি ছিলো। তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আলীকদম ৫৭ বিজিবি অধিনায়ক মহোদয় ও সদস্যদের প্রতি।
৫৭ বিজিবি এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ১৪ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত গবাদি পশু আটক করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসব গরু বিভিন্ন সময় মায়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল।
