রাঙামাটিতে সেনাবাহিনী কর্তৃক অর্থ সহয়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
রাঙামাটির কাপ্তাই জীবতলী ১০ আর ই ব্যাটালিয়নে উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে অর্থ সহায়তা ও শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ১০ আর ই ব্যাটালিয়ন হাজাছড়া ক্যাম্পের অন্তর্গত হরিণছড়া এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে নগদ সহায়তা প্রদান এবং বেসরকারি ভাইবোন ছড়া প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল।
এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক বলেন. ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য আরও সহায়তা রাখার অব্যহত থাকবে।
