রাঙ্গামাটি সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ - Southeast Asia Journal

রাঙ্গামাটি সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম এলাকা হতে অবৈধ কাঠ পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বনভূমি উজাড় করে চোরাইভাবে বিভিন্ন ধরনের বিলুপ্ত গাছগাছালির কাঠ পাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর রাঙ্গামাটি জোন কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ কাঠ পাচার রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।

ফলশ্রুতিতে গত ৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালী উপজেলার কচুখালী নামক স্থানে কাউখালী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৯৬১ লগ (আনুমানিক ৬০০ ঘনফুট) কাঠ জব্দ করা হয়, যার মধ্যে সেগুন-২৪৫, গামারী-৫৮১ এবং সুরুজ-১৪৫ লগ। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ আশি হাজার টাকা।

পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ কাঠসমূহ স্থানীয় ফরেষ্ট অফিস প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানায়, রাঙ্গামাটি জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রাম হতে দেশের বনজ সম্পদ রক্ষায় অবৈধ কাঠ পাচার রোধকল্পে ভবিষ্যতেও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দীর্ঘদিন থেকে কাঠ চোরাকারবারিরা সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইভাবে কাঠ পাচার করে আসছে। সেনাবাহিনীর এই সফল অভিযানকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়েছে।