বিজুর সাজে সাঙ্গু নদী‌: ফুল ভাসা‌লো চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় - Southeast Asia Journal

বিজুর সাজে সাঙ্গু নদী‌: ফুল ভাসা‌লো চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ তরুণীরা সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে তাদের ধর্মীয় ও সামা‌জিক অনুষ্ঠান ফুল বিজু উদযাপন ক‌রেছে।

বুধবার (১২এপ্রিল) সকাল ৭টার সময় তরুণ-তরুণীরা ফুল ভাসানোর জন্য সাঙ্গু নদীর পাড়ে এসে ভিড় জমায়। প‌রে তারা সক‌লে স‌ম্মি‌লিতভা‌বে ফুল ভাসায়।

তরুনীরা জানায়, পুরাতন বছ‌রের মলিনতা ফে‌লে দি‌য়ে আমরা নতুন বছর‌কে ফুল দি‌য়ে বরন ক‌রি। এবং পুরাতন বছ‌রের যতো মলিনতা আ‌ছে তা আমরা ফু‌লের সা‌থে ভা‌সি‌য়ে দূর ক‌রে দিই। আমরা যতগু‌লো চাকমা ও তঞ্চঙ্গ্যা জা‌তি আ‌ছি, সবাই একস‌ঙ্গে মি‌লিত হই এ‌ই দি‌নে। আর এর মাধ্য‌মে আমরা আমা‌দের জা‌তির ঐ‌তিহ্য‌কে ধ‌রে রা‌খি।

নদীতে ফুল ভা‌সি‌য়ে বুদ্ধ‌কে পূজা ক‌রে আমরা আমা‌দের ফুল বিজুর আনুষ্ঠা‌নিকতা শুরু ক‌রি। পুরাতন বছ‌রের যত খারাপ কিছু আছে, সব‌কিছু‌কে নদীর স্রো‌তে ভা‌সি‌য়ে দি‌য়ে আগত নতুন বছ‌রের নতুন দি‌নে প্রত্যেকটা মানু‌ষের জীব‌ন যেন ফু‌লেরমত সুন্দর, সুবা‌সিত ও সুর‌ভিত হয় এ কামনা ক‌রি।

তারা আরও ব‌লেন, আজ‌কে হ‌চ্ছে আমা‌দের চাকমা ও তঞ্চঙ্গ‌্যা‌দের ফুল বিজু। তাই সাঙ্গু নদ‌ী‌তে সক‌লে মি‌লে ফুল ভাসা‌তে আস‌ছি। আজ‌কে আমরা সক‌লেই খুব আন‌ন্দিত সুন্দর ভা‌বে সকাল বেলা ফুল ভাসা‌তে পে‌রে।

চাকমা ও তঞ্চঙ্গ‌্যা সম্প্রদা‌য়ের তরুন তরুনী ও‌ শিশুরা তা‌দের জা‌তির ঐ‌তিহ্য‌কে ধ‌রে প্রতিবছর স‌ম্মি‌লিত ভা‌বে সাঙ্গু নদী‌তে ফুল ভাসায়। আর এ দি‌নের সকা‌লটি সক‌লের মিলন মেলায় প‌রিণত হয়।