সিন্দুকছড়িতে বৈসাবিকে ঘিরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত - Southeast Asia Journal

সিন্দুকছড়িতে বৈসাবিকে ঘিরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে নতুন বছরকে স্বাগত জানিয়ে পালিত হয়েছে বৈসাবি, পুনর্মিলনী উৎসব শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার (১২ এপ্রিল) সকালে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র‌্যালী নিয়ে বাজার ঘুরে এসে উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা।

এসময় আরো উপস্থিত ছিলেন মেজর মোঃ আসাদুজ্জামান খন্দকার, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা সহ অন্যান্য অফিসার বৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী তাদের ভাষা-সংস্কৃতি ও অবস্থানকে বৈচিত্রময় করে করে তুলতে প্রতি বছর চৈত্রের শেষ দিন থেকে ‘বৈসাবি’ উৎসব পালন করে থাকে। এই বৈসাবি উৎসবের মধ্যদিয়ে পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে শান্তি-সপ্রীতি ও ঐক্য আরো সু-দৃঢ় হোক। বাংলাদেশ সেনাবাহিনী সকল ভালো কাজের অংশ হিসেবে আপনাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।