ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে খাগড়াছড়ির সিন্দুকছড়ি সেনা জোন - Southeast Asia Journal

ঈদ সামগ্রী নিয়ে অসহায়দের পাশে খাগড়াছড়ির সিন্দুকছড়ি সেনা জোন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলার খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে সিন্দুকছড়ি জোন কর্তৃক জনের দায়িত্বপূর্ণ এলাকায় গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, তেল, চিনিগুড়া চাল, আতপ চাল, ডাল, লবণ, আটা, গুড়াদুধ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা এবং জোনের অন্যান্য অফিসার বৃন্দ।

জোন অধিনায়কসকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন এবং সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সুবিধাপ্রাপ্ত এলাকাবাসীও তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।