মাটিরাঙ্গায় বিজিবি কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ - Southeast Asia Journal

মাটিরাঙ্গায় বিজিবি কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকারের ঔষধ আটক করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গাস্থ খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।

জানা যায়, গতকাল ১৯ এপ্রিল বুধবার গভীর রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়নের অধীনস্থ অযোধ্যা বিওপি হতে সুবেদার মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২২২৭/৪-আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর অযোধ্যা গুচ্ছগ্রাম নামক স্থানে মালিকবিহীন অবস্থায় যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন প্রকার ত্রিশ হাজার নয়শত একুশ পিস ঔষধ জব্দ করে। আটককৃত এসব ভারতীয় ওষুধের মূল্য প্রায় ১৭ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ জানান, আটককৃত ভারতীয় ওষুধ বিজিবি ব্যাটালিয়নে মজুত রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।