খাগড়াছড়িতে ইউএনডিপির আয়োজনে জলবায়ু পরিবর্তন প্রকল্প বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়িতে ইউএনডিপির আয়োজনে জলবায়ু পরিবর্তন প্রকল্প বিষয়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন রবিবার সকালে জেলা সদরের যৌথখামার গোপালবাড়ি এলাকায় সিআরসি (জলবায়ু পরিবর্তন) কমিউনিটি সদস্যদের নিয়ে ইউএনডিপি খাগড়াছড়ির আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সিআরসি কমিউনিটি প্রকল্প সমিতির সভাপতি রাম্রাই মারমা কার্বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিদর্শন করেন ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন ও জলবায়ু বিষয়ক প্রধান কারিগরি সহায়ক ড. রাম এ শর্মা।
এসময় সভায় ইউএনডিপির জেলা প্রকল্প কর্মকর্তা উচিমং মারমাসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগে যেখানে কোন প্রকার সেচ ছাড়াই একই পাহাড়ে উপজাতিদের জুম চাষের পাশাপাশি অন্যান্য ফসল ফলানো সম্ভবত হতো সেখানে বর্তমানে পানি সেচের প্রয়োজন হয়।
পরে ইউএনডিপি কর্মকর্তারা পাহাড়ে যেকোন ধরনের ফসল ফলানোর কাজে স্থানীয়দের সব ধরণের সহায়তার আশ্বাস দেন।
