পার্বত্য মন্ত্রনালয়ের সাথে সংশ্লিষ্ট বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
 
                 
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বিভাগ/সংস্থাসমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এ পি এ) স্বাক্ষরিত হয়েছে।
২৩ জুন রবিবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উক্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম’র সভাপতিত্বে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এ পি এ) স্বাক্ষর অনুষ্ঠানে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি (প্রতিমন্ত্রী), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যা নব বিক্রম কিশোর ত্রিপুরা, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আঞ্চলিক পরিষদের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
