খাগড়াছড়িতে মাদকদ্রব্যের পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে মাদকদ্রব্যের পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

“সুস্বাস্থ্যের সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬জুন) সকাললে জেলা শহরের টাউন হলের সামনে থেকে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত একটি র‌্যালি বের হয়ে শাপলা চত্তর ঘুরে এসে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

সমাজ সেবা উপ-পরিচালক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: হাবিব উল্লাহ মারুফ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মো: ইদ্রিস মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক ভাবে প্রতিরোধ গড়তে হবে। অবৈধ ক্রয়-বিক্রয় ও পাচার বা চোরাচালান দৃষ্টিগোচর হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন করা যাবে।