খাগড়াছড়ি পৌরসভার ৭৩ কোটি ৮০ লক্ষ টাকার বাজেট ঘোষনা - Southeast Asia Journal

খাগড়াছড়ি পৌরসভার ৭৩ কোটি ৮০ লক্ষ টাকার বাজেট ঘোষনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

২০১৯-২০ অর্থ বছরে খাগড়াছড়ি পৌরসভার ৭৩ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৭শ ৭৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকেলে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষনা করেন পৌরসভার মেয়র মো: রফিকুল আলম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৪১ লক্ষ ৬০ হাজার টাকা এবং সার্বিক স্থিতি ১ কোটি ৩৮ লক্ষ ৯৯ হাজার ৭শ ৭৩ টাকা। রাজস্ব আয় ১০ কোটি ২৮ লক্ষ ৭ হাজার ৬শ ৫৩ টাকা এবং রাজস্ব ব্যয় ১০ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার টাকা,উদ্ধৃত ১ লক্ষ ৬২ হাজার ৬শ ৫৩ টাকা।

উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ও সরকারী অনুদান ৬১ কোটি ২০ লক্ষ ৭২ হাজার ১শ ৭২ টাকা, যেখানে বিশেষ প্রকল্প অনুদান ৫৫ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ৬১ কোটি ১২ লক্ষ ১৫ হাজার টাকা। মূলধন আয় ২ কোটি ৩১ লক্ষ ৫৯ হাজার ৯শ ৪৮ টাকা। মূলধন ব্যয় ১ কোটি ৩ লক্ষ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আবুল হাঁশেম, পৌর প্যানেল মেয়র-১ মো. জাফর আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী দীলিপ বিশ্বাস ও সচিব পারভিন আক্তার খোন্দকার, হিসার রক্ষক খোন্দাকার সাহেদ মো: নুর আবেদীন, কাউন্সিলর পরিমল দেবনাথ, অতীশ চাকমা, মোঃ শাহ আলম, মাসুদুল হক মাসুদ, আনোয়ার হোসেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক, টিএলসিসি, এসআইসি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেয়।