সেন্টমার্টিন থেকে বিপুল পরিমাণ আইস ও বিয়ার জব্দ - Southeast Asia Journal

সেন্টমার্টিন থেকে বিপুল পরিমাণ আইস ও বিয়ার জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২৩১ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা ।

গত ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান মিয়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ছেঁড়াদ্বীপের কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি বাদামী রংয়ের পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৩১ ক্যান বিয়ার ও ১টি বিদেশি মদ জব্দ করে। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।

জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস), বিয়ার ও বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।