দীঘিনালার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, ৫ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেল স্বাস্থ্যসেবা

দীঘিনালার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, ৫ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেল স্বাস্থ্যসেবা

দীঘিনালার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, ৫ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেল স্বাস্থ্যসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ নৌকাছড়ার বগরুমোহন কারবারি পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এই আয়োজনটি পরিচালিত হয় সেনাবাহিনীর দীঘিনালা জোনের তত্ত্বাবধানে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক-এর নির্দেশনায় দুর্গম পাহাড়ি এই এলাকায় আয়োজিত মানবিক চিকিৎসা সেবা কর্মসূচিতে ত্রিপুরা ও চাকমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সার্বিক তদারকি ও সেবা কার্যক্রম পরিচালনা করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. শাইকুদ্দিন সাকলাইন। এসময় অন্যান্য সেনা সদস্যরাও রোগীদের সার্বিক সহযোগিতা করেন।

দীঘিনালার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, ৫ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেল স্বাস্থ্যসেবা

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকায় বসবাসরত জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে।

আরএমও ক্যাপ্টেন মো. শাইকুদ্দিন সাকলাইন বলেন, “অত্যন্ত দুর্গম এলাকায় বসবাসরত মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে।”

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা সবিতা রানী ত্রিপুরা বলেন, “আমাদের এলাকায় হাসপাতাল বা ডাক্তার নেই। সেনাবাহিনীর কারণে আজ আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি। এতে আমরা খুবই উপকৃত হয়েছি।”

উল্লেখ্য, চিকিৎসা সেবা পেয়ে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে এবং সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed