খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য আটক

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য আটক

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে ভারতে পাচারের প্রস্তুতিকালে বাংলাদেশি বিভিন্ন পণ্য আটক করেছে পানছড়িস্থ ৩ বিজিবির গিলাতলী বিওপির সদস্যরা।

আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্তসংলগ্ন আম বাগান এলাকায় অভিযানে গেলে পাচারের উদ্দেশ্যে রাখা এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক পণ্যের মধ্যে ছিল সিস্টেম প্লাস কীটনাশক, বেবিসেট কীটনাশক, চ্যাপা শুটকি, পপ ক্রিম এবং বনলতা সালসা। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। বিজিবির প্রাথমিক ধারণা, সংগঠিত চোরাকারবারী চক্র সীমান্ত পাড়ি দিয়ে পণ্যগুলো ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জানায়, পাহাড়ি সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত পণ্যসমূহ চট্টগ্রাম কাস্টমস অফিসে জমাদানের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান দীর্ঘদিনের সমস্যা হলেও সাম্প্রতিক সময়ে বিজিবির টহল বাড়ানোর ফলে এসব অপরাধ দমনে সফলতা বেড়েছে বলে স্থানীয়রা মনে করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed